উজিরপুর বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চাই সুস্থ দেহ, দৃঢ় মনোবল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর বি.এন.খান ডিগ্রী কলেজের আয়োজনে, তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল বুধবার সকাল ৯টায় বি.এন. খান ডিগ্রী কলেজ মাঠে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, বি.এন.খান ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, উপস্থিত ছিলেন উজিরপুর বন্দর কমিটির সভাপতি মোঃ সামশুল হক সিকদার, বিএনপি নেতা মামুন সিকদার, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, সকল ছাত্র ছাত্রী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশাজীবী বৃন্দ, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব বি.এন.খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই ছাত্র আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে, শপথ বাক্য পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।
Md. Mahfuzur Rahman Masum
Ujirpur Barisal Correspondent