চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল হাকিম মোল্ল্যার ওপর অভিমান করে রুনা আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
Incident details
সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া মোল্ল্যা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ দুপুরেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যান। নামাজ শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দরজা ভেঙে সবাই দেখতে পান, রুনা আক্তার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
Police statement
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “স্বামীর সঙ্গে অভিমান করেই হয়তো রুনা আক্তার আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে বিভক্ত মত রয়েছে। কেউ বলছেন, এটি সত্যিই আত্মহত্যা, আবার কেউ সন্দেহ করছেন যে এটি পরিকল্পিত হত্যা হতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছে এলাকাবাসী।