Chaithowaimong Marma Special Correspondent:
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নংবাঙ্গালহালিয়া ইউনিয়নের ঈদে জন্ম উঠেছে সপ্তাহিক হাট বাজার। ২৫ শে মার্চ মঙ্গলবার সকাল দশটায় মাজার শরীফ জমিনে ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতা ভীর জমে উঠেছে এখানে বিভিন্ন শাকসবজি পাহাড়ি বাঙালি উভয় মিলে বিক্রি করতে দেখা যায়। এই মাস পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সুপরিচিত পবিত্র মাস রোজা পালন করে থাকে। হাটবাজারে বিভিন্ন শাক সবজি কাঁচা তরকারি পাইকারি ব্যবসায়ী বিক্রেতা হতে জানা যায়, বিভিন্ন কাঁচা তরকারি রমজান মাসে মোটামুটি দ্রব্যমূল্য স্বাভাবিক দামে বিক্রি করছে বলে জানান।

যেমন, আলো দেশি প্রতি কেজি ৫০ হতে ৬০ টাকা, টিতা করলা ৫০ থেকে ৬০ টাকা কাঁচা মরিচ কুমিল্লা বড় ১২০ হতে ১৩০ টাকা বরকটি ৪০ হতে ৫০ টাকা প্রতি কেজি, পুইশাক ৩০ হতে ৪০ টাকা পেঁয়াজ ৬০ টাকা হতে ছোট সাইজ পেঁয়াজ ৩০ টাকা রসুন ২৪০ টাকা হতে ২৫০ টাকা প্রতি কেজি এ দামে বিক্রি করছে। অন্যদিকে মাছের বাজার ঘুরে দেখেছি রুই মাছ প্রতি কেজি ২৮০ হতে ৩০০ টাকা তেলাপিয়া বড় সাইজ ফার্ম ২৪০ প্রতি কেজি ২৬০ টাকা চামিলা মাছ ২০০ টাকা হতে ২৪০ টাকা ছোট মাছ ভ্যারাটিজ ২২০ টাকা ২৩০ টাকা প্রতি কেজি দাম বিক্রি সহ অন্যান্য মাছ বিভিন্ন দাম বিক্রি করতে দেখা যায়। বাজারে উপচে ভরা ভীর ক্রেতা বিক্রেতা সমাগম রয়েছে। উল্লেখ তরমুজ দ্রব্য মূল্য একটু বাড়তি বিক্রি স্বাভাবিক চেয়ে চড়া দামে বিক্রি করছে বলে নাম প্রকাশ অনুচ্ছেদ এক তরমুজ ক্রেতা গণমাধ্যমকে জানান।
একদিকেমনিটরিং পরিদর্শন পবিত্র মুসলমানদের রমজান মাসে সরকারি নির্দেশ মোতাবেক প্রতিটি বাজারে দ্রব্য নিয়ন্ত্রণ রাখার জন্য স্থানীয় প্রশাসন ভোক্তা অধিকার মনিটরিং পরিদর্শন অভিযান করলে সাধারণ জনগণের জন্য ভালো উপকার আসবে। এক মুসলিম ক্রেতা নাম প্রকাশ অনিচ্ছুক জানান, আমাদের এ মাস হল সারা দেশব্যাপী রমজান মাস চলমান রয়েছে, সব ক্রেতারা সরকারি নির্ধারিত দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারলে সকল জনগণ ক্রেতাদের জন্য নাগালের ভেতরে আসবে। বিভিন্ন পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে এ সাপ্তাহিক বাজারে পাহাড়ি নারী-পুরুষ বিভিন্ন ধরনের কাঁচাপণ্য বিক্রি করতে আসে।পাশাপাশি বিভিন্ন প্রান্ত হতে অউপজাতিরা বিভিন্ন কাঁচা পণ্য বিক্রি করছে এ বাজারে। রাজস্থলী উপজেলাতে একমাত্র সাপ্তাহিক সবচাইতে বড়বাজার হচ্ছে বাঙ্গালহালিয়া হাট বাজার সু পরিচিত লাভ বলে জানা যায়।