মিকেল চাকমা, রাঙ্গামাটি:
ঈদের লম্বা ছুটি কাটাতে কেউ ছুটেছেন পাহাড়ে, কেউ ছুটেছেন সাগরে, আবার কেউ বিসর্জন দিচ্ছে ঈদের লম্বা ছুটি মানবতার সেবায়। রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন বিভিন্ন সেবা কেন্দ্র সমূহে বিরামহীন ভাবে চলমান রয়েছে জরুরী ও অত্যাবশকীয় মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা।
রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সোহাগ ময় চাকমা জানান, রাঙ্গামাটি জেলা ভৌগোলিক ভাবে দুর্গম হলেও জেলাধীন সকল সেবা কেন্দ্রের সেবা প্রদানকারীগণ সেবা প্রদানে অত্যন্ত আন্তরিক, সেবাপ্রদানকারীদের যথাযথ কাজের স্বীকৃতি এবং নিবিড়ভাবে মোটিভেশন প্রদান করা সম্ভব হলে এই কর্মী বাহিনী আরো জনবান্ধব হবে। সেবা কেন্দ্র সমূহের অনেক সীমাবদ্ধতা সত্বেও সহকারী পরিচালক (সিসি) ডা: বেবী ত্রিপুরার আন্তরিক সহযোগিতায় এবং উপজেলা পর্যায়ের এমও-এমসিএইচ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ অন্যান্য সাপোর্ট স্টাফদের আন্তরিক সহযোগিতায় ঈদের বন্ধের মধ্যেও জরুরী মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত রাখা সম্ভবপর হয়েছে।
গত ২৮ মার্চ ২০২৫ তারিখে রাঙ্গামাটি জেলার সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ টি , ০১ এপ্রিল ২০২৫ তারিখে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ টি, লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ টি, ২৯ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল ২০২৫ তারিখে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১ টি করে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্যসূত্রে আরও জানা যায় যে, ঈদের ছুটি চলাকালীন সময়ে জেলায় মোট ১৩ টি স্বাভাবিক প্রসব, ৭৯ জনকে এএনসি সেবা, ৪০ জনকে পিএনসি সেবা, ৪১৯ জনকে সাধারণ সেবা , ১২৯ জনকে কিশোর কিশোরীকে সেবা এবং ১৩৮ জন মা ও শিশুকে সেবা প্রদান করা হয়।