Pirojpur Correspondent:
পিরোজপুরের ইন্দুরকানীতে জয়বাংলা ক্যাম্পেইন করা সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মো: মাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। আজ বুধবার (০৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, জুলাই-আগস্ট বিপ্লবের পর এই ছাত্রলীগ নেতা মাহিন বালিপাড়া বাজারের বিভিন্ন দেয়ালে জয় বাংলা লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠালে তার ছবিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুক পেইজে পোস্ট করেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়াও ফেইসবুক পোস্টে বিরোধী দলীয় লোকদের ওপর হামলারও পোস্ট করতে দেখা যায়। মাহিনের হাতে জিআই পাইপ সহ দুটি ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, বালিপাড়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী মাহিন (২০) কে আটক করা হয়েছে। তাকে মারামারি মামলায় আদালতে প্রেরণ করা হয়।
Message sender
Syed Bashir Ahmed
Pirejpur.