সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মৃগার দাইর (বস্তিপুর) ফিসারীতে বিষ প্রয়োগ করে অবৈধ ভাবে মাছ শিকার করার প্রতিবাদ করায় মালিক পক্ষের শাহিনুর মিয়া (৩৫) ও কালাম মেম্বার (৪৫) কে মারধর করা হয়। বুধবার সকাল ৮ ঘটিকায় মৃগা ইউনিয়নের মৃগার দাইর বস্তিপুর নামক ফিসারীতে এ ঘটনা ঘটে। ইটনা হাসপাতালে চিকিৎসাধীন মালিক পক্ষ শাহিন মিয়া (জখমী) বলেন জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিবছর ২৩ লক্ষ টাকা ইজারা মূল্য দিয়ে আমরা উক্ত ফিসারীর দখলে যাই। বর্তমানে আওয়ামী লীগের দুশর স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহাদুল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার রাতের আঁধারে কৌশলে পুরো ফিসারীতে বিষ প্রয়োগ করে। বুধবার সকালে শতাধিক লোক নিয়ে আমার ফিসারীতে মাছ লুট করতে আসলে আমি ও আমার সাথে থাকা কালাম মেম্বার ফিসারীর তীরে অস্থায়ী ঘর (মাছের খলার) ভিতরে থেকে প্রতিবাদ করি।

এ সময় খলার বেড়া ভেঙে প্রবেশ করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমরা মারাত্মক রক্তাক্ত জখমী হই। পরে আমার খলার ঘরে প্রবেশ করে হিসাবের খাতা-পত্র, বাক্সে রক্ষিত নগদ দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি।