শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর উদ্যোগে এক বিশেষ হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
রবিবার (২৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কুতুবউদ্দিন নাহিদ রোগীদের সেবা প্রদান করেন। স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে মাত্র ১৫০ টাকায় রোগীরা চিকিৎসাসেবা পান। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধে ৪০% মূল্যছাড় প্রদান করা হয়।
ক্যাম্পেইনে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। সেবা গ্রহণকারীরা গুড নেইবারস বাংলাদেশ-এর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।