আজ ২৩ মে শুক্রবার বিকেল ৩টায় ঢাকার শাহবাগে ঢাকাস্থ মাদারগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির প্রতারিত গ্রাহকরা তাদের পাওনা অর্থ অবিলম্বে ফেরতের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সমবায় সমিতির নামে প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করে প্রতারকরা এখন গা ঢাকা দিয়েছে এবং প্রশাসন নানা অজুহাতে সময়ক্ষেপণ করে তাদের রক্ষা করছে।
বক্তারা বলেন, প্রতারকরা নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে, অথচ হাজার হাজার সাধারণ গ্রাহক অর্থ ফেরতের আশায় দিশেহারা। এই পরিস্থিতিতে শুধু মাদারগঞ্জ নয়, ঢাকাতেও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হচ্ছেন তারা। বক্তারা হুঁশিয়ারি দেন, সরকার যদি অবিলম্বে প্রতারকদের ব্যবসা, সম্পদ বাজেয়াপ্ত করে পাওনা ফেরত না দেয়, তবে হাজারো গ্রাহক সচিবালয় ও উপদেষ্টা পরিষদ ঘেরাও করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।
নিঘাত রৌদ্রর সভাপতিত্বে এবং সাজিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নাসির উদ্দিন আহমেদ নাসু, মাসুদ খান, মেঘমল্লার বসু, জাবির আহমেদ জুবেল, নাইম উদ্দিন, বীথি আফরিন, হুমায়ুন আহমেদ ও মোখলেসুর রহমান।
সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রতারক সমিতি মালিকদের কুশপুত্তলিকা দাহ করে কর্মসূচি শেষ করেন। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।