Muhammad Abul Bashar:
ময়মনসিংহে”মানবতার পাশে এক সাথে”এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ৮ মে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন এবং এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিট আয়োজিত এবং ময়মনসিংহ যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোঃমুফিদুল আলম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট আনোয়ার আজিজ টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম।বক্তব্য রাখেন অধ্যাপক শেখ আমজাদ আলী,ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।