আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ রমজান (১৭ মার্চ) উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমির শিশু সদনের এতিম শিক্ষার্থীদের নিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আল-ফালাহ একাডেমি শিশু সদনের সুপার হাফিজ কুতুব উদ্দিন আহমদ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী। বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী ছালিকুর রহমান, স্পেন প্রবাসী গোলাম মোস্তফা, কানাডা প্রবাসী আব্দুল করিম, কাতার প্রবাসী মারুফ রফিক মুন্না, কাতার প্রবাসী রায়হান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম ফরহাদ, সৌদি আরব প্রবাসী সুজেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রাজিব আহমদ, ক্লাব সদস্য খায়রুল ইসলামের অর্থায়নে এ মাহফিলে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব’র সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
মাহফিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ ট্যুারিস্ট ক্লাব’র সদস্য প্রভাষক জাকারিয়া টিপু, শিক্ষক জুনেদ আহমদ, সমাজকর্মী খায়রুল ইসলাম, আব্দুশ শহিদ, খায়রুল ইসলাম নাঈম, আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুল গনি, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।