চাঁদপুর প্রতিনিধি:
সামাজিক সংগঠন অনন্যা নারী কল্যাণ সংঘের উদ্যোগে রিকশা, অটোরিকশা চালক, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) আছরের নামাজের পর ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে বাজার পর্যন্ত এবং জনবহুল বাসস্ট্যান্ডে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় তারা ১৫০-এরও অধিক পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি জয়িতা পদকপ্রাপ্ত রাবেয়া আক্তার। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিমা আক্তার, সাদিয়া সুলতানা, কুলছুমা আক্তার, জাকিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, টিটু হোসেন, মেহেরাজ হাসান সৌরভ, মেরাজুন নবী মিরাজ। ইফতার প্যাকেট বিতরণের পর অনন্যা নারী কল্যাণ সংঘের সদস্যরা একসাথে ইফতার করেছেন বলে জানিয়েছেন সভাপতি।
এর আগে গত ২৫ মার্চ অনন্যা নারী কল্যাণ সংঘের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী অফিসার লোকমান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কবি কেএম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদ হোসেন ভূঁইয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।