সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ ও প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন-এর আয়োজনে ১৮ ই রমজান সংগঠনের প্রধান কার্যলয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে এ মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহীনুল হক, আমিনুল ইসলাম বুলু, আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হাসান, মোসলেম আলী, ডা. শাহজাহান হাবীব ও জয়নাল আবেদীন। সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন, আবু তাহের, স্বাধীন, মইনুর, সুমাইয়া, মোস্তাফিজ প্রমুখ।
বিশেষ মুহূর্ত হিসেবে উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ সাহেবের রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন হাফেজ আহমেদ ইশতিয়াক ইহান ও হাফেজ তামিম ইকবাল । সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেলোয়ার ও রুহান, সঞ্চালনার দায়িত্ব পালন করেন আশিকুর রহমান।এই আয়োজনের মধ্য দিয়ে উদারতা যুব ফাউন্ডেশন আবারও প্রমাণ করল যে, মানবতার সেবায় তাদের পথচলা অব্যাহত থাকবে।