Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের কুলাউড়ায় ৭৮তম বৈদিক পাঠশালার উদ্বোধন—সনাতনী ঐতিহ্য রক্ষায় হিন্দু ছাত্র মহাসংঘের অনন্য উদ্যোগ।
“এসো মোরা ঐক্য গড়ি,ধর্ম-সংস্কৃতি রক্ষা করি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ,মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে রোববার (৩০ মার্চ) কুলাউড়া উপজেলার ক্লিপডন চা-বাগানে শুভ উদ্বোধন হলো ৭৮তম বৈদিক পাঠশালা।
এই ব্যতিক্রমধর্মী ধর্মীয়-শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ঠাকুরবাড়ীর বংশধর, ভাগবতরত্ন প্রভুপাদ শ্রীযুক্ত নিত্য গোপাল গোস্বামী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাণী কৃষ্ণ গোস্বামী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন; বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা রাজীব কৈরী,সভাপতি বিজয় দাশ, সাধারণ সম্পাদক শান্ত পাল, সংগঠনের নিবেদিত সদস্য রুপা কৈরী,সুজন কৈরী ও গৌতম কৈরী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দন পাষি।
এই পাঠশালার মূল উদ্দেশ্য হলো চা-বাগান এলাকার সনাতনী শিশু-কিশোরদের মাঝে বৈদিক শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং প্রাচীন ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা এক আত্মিকভাবে দৃঢ়,জ্ঞাননিষ্ঠ প্রজন্ম।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ-এর নেতৃবৃন্দ জানান, “আমরা সনাতন ধর্মের প্রতিদিনের চর্চা ও সংরক্ষণে কাজ করি। এই পাঠশালাগুলো হলো আমাদের সাংস্কৃতিক বিপ্লবের মৌলিক ধাপ।”
এটি শুধু একটি শিক্ষার আয়োজন নয়,বরং একটি প্রজন্মকে আত্মপরিচয় ও শিকড়ের সঙ্গে যুক্ত করার দীপ্ত প্রয়াস।