Md. Maruf Hossain, Sharsha Upazila Representative:
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
শনিবার (২৯ মার্চ) সন্ধার পর শার্শার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ঘিবায় সংগঠনের নিজ কার্যালয় থেকে সংগঠনের সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, পরিচালক মোঃআশরাফুল আলম সদস্যদের নিয়ে পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সুবিধাবঞ্চিত মানুষের নিয়েই আমাদের আমাদের এ ক্ষুদ্র আয়োজন, ব্যক্তি উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই এমন আয়োজন করে থাকে।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আবুল বাশার,মোঃ সাগর হোসেন, মোঃ সাইবুর রহমান সুমন,মোঃ আশানুর রহমান,সহ সভাপতি মোঃ ইহান আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাসেল রানা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী,সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নুরমান আলী, মাষ্টার মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ রানাএবং অন্যান্য সদস্যরা।