Staff Correspondent:
শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বৈষম্যহীন করতে অবিলম্বে একটি শিক্ষা কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তিনি বলেন, “সংস্কৃতি একটি জাতির টিকে থাকার কৌশল এবং শিক্ষা জাতির মেরুদণ্ড।” তাই শিক্ষা ও সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।
১৯ মে ২০২৫, সোমবার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত শিল্পীদের মিলনমেলায় প্রধান উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বাংলাদেশের বিভিন্ন শিক্ষাধারায় থাকা বৈষম্য দূর করে সবাইকে সমান সুযোগ দিতে হবে। শিক্ষা শুধু কাঠামোগত নয়, এটি একটি চলমান উন্নয়নপ্রক্রিয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সফিকুল আলম বাবুল। প্রধান অতিথি বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, “আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্বের ধারক ও বাহক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।”