মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি):
গাইবান্ধার সাঘাটায় স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় সাঘাটা উন্নয়ন সংস্থা (এসইউএস)-এর উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম। সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, স্কুল শিক্ষক আমিনুল ইসলাম ও সিরাজুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির উপদেষ্টা মাহফুজ আহমেদ টিটু, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
বক্তারা তাদের বক্তব্যে স্বেচ্ছায় রক্তদানের সামাজিক ও মানবিক গুরুত্ব তুলে ধরে বলেন, “রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি সামাজিক দায়িত্ববোধেরও পরিচায়ক।” তারা ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজে রক্তদানের প্রতি আগ্রহ বাড়াতে এবং স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে প্রতি বছর এ ধরনের সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এ সময় স্থানীয় রক্তদাতা ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।