বিধান মণ্ডল, ফরিদপুর প্রতিনিধি
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সালথা উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ফরিদপুর জেলা কমিটি।
গত ১৩ মে জেলা সভাপতি মো. সুমন খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ইয়াসিন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শামীম তালুকদার।
৫৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী খান এবং একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক, প্রচার, অর্থ, ক্রীড়া, ধর্ম, তথ্যপ্রযুক্তি, সাংস্কৃতিক ও সমাজকল্যাণসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়েছে।
কমিটিতে কার্যকরী সদস্যসহ স্থানীয় তরুণ নেতাকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।