Staff Reporter
Abdus Salam Molla
ইলেকশন কমিশন থেকে এনআইডি সিভিল রেজিষ্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনে নিয়ে যাওয়ার তৎপরতার প্রতিবাদে বাংলাদেশ উপজেলা নির্বাচন অফিস চরভদ্রাসন মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে১৩ই মার্চ পনে বারো ঘটিকায়।
মানবন্ধনে অংশগ্রহন করেন মোঃ সজিবুর রহমান উপজেলা নির্বাচন অফিসার, চর ভদ্রাসন ফরিদপুর, অফিস সহকারী মো:গোলাম মোস্তফা, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ এনায়েত, অফিস সহায়ক মোঃ রায়হান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী এবং নির্বাচন অফিসে সেবা নিতে আসা বিভিন্ন সেবাগ্রহিতারা। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সজিবুর রহমান বলেন, এনআইডি সিভিল রেজিষ্ট্রেশন কমিশন নামে নতুন একটা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে এজন্যই তাদের এ মানববন্ধন কর্মসূচি।
তিনি আরও বলেন নির্বাচন কমিশনের কাছেই এনআইডি সর্বোচ্চ সুরক্ষিত। এনআইডি ভোটার তালিকার একটা উপজাত। নির্বাচন কমিশনের একটা নিজস্ব চিন্তাপ্রসূত বিষয়বস্তুকে নিয়ে অহেতুক টানাহেঁচড়া করার চেষ্টা একটা স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র কে উস্কে দিচ্ছে। এনআইডি নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে নিয়ে যাওয়া অর্থ হচ্ছে ভোটার তালিকাকে প্রশ্নবিদ্ধ করা। আর ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হলে সামনের সকল নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
ইলেকশন কমিশন অফিসারস’স এ্যাসোসিয়েশন চায় এনআইডি সেবা ইসির নিকটেই রাখতে হবে এবং প্রয়োজনীয় আইন সংস্কার করে এটি করতে হবে। মানববন্ধনের মাধ্যমে সরকারের নিকট আশানুরূপ মতামতপাওয়ার আশা করছে। তানা সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ইলেকশন কমিশন অফিসারস’স এ্যাসোসিয়েশন বক্তারা অভিমত ব্যক্ত করেন।