ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা:
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”একতাবদ্ধ সংগঠনের উদ্যোগে সারাদিনমব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চরভদ্রাসন সদর ইউনিয়ন উপজেলার দুধ বাজারে অনুষ্ঠিত হয়।
জানা গেছে,চরভদ্রাসন উপজেলা বাজারের দুধবাজার প্রাঙ্গণে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃহাফিজুর রহমান স্বেচ্ছাসেবী সংগঠন একতাবদ্ধ সংগঠনে ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন। একতাবদ্ধ সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আমিন গালিবের সভাপতিত্বে সারাদিন ব্যাপী আর্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
ব্যতিক্রমধর্মীয় আত্ম মানবতায় সেবার হাত বাড়িয়েছে একতাবদ্ধ সংগঠন। এসময় সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন পরিক্ষা নীরিক্ষার সুযোগ পায়। পাশাপাশি প্রত্যেক সেবাগ্রহীতারা পানি,এক প্যাকেট বিস্কুট ও স্বল্প সংখ্যক ঔষধ পায়। এসময়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং নারীদের উপস্থিতিও ছিলো উল্লেখযোগ্য।
উল্লেখ্য যে একতাবদ্ধ সংগঠন ২০২১ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। এভাবে সকলের সাথে কাজ করে স্বল্প পরিসর থেকে এগিয়ে যাওয়ার উদ্যোগ আমাদের সবার।
এলাকাবাসীর সুশীল সমাজ একতাবদ্ধসংগঠনের ব্যানারে ব্যতিক্রম ধর্মীয় স্বাস্থ্য সেবার অগ্রণী ভূমিকায় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।