Utfal Barua, Sylhet Bureau
সিলেটে শামিমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল শনিবার ২২ মার্চ সিলেট মহানগরীর শামিমাবাদ এলাকাবাসীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের (২১ তম) রমজানে ইফতার ও দোয়া মাহফিল শামিমাবাদ আল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে শামিমাবাদ আল জান্নাত জামে মসজিদের মতওয়াল্লি সাহেবের দোয়া পরিচালনার মধ্যদিয়ে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন হলিভিউ ইয়ুথ ক্লাবের নেতৃবৃন্দ ও শামিমাবাদ এলাকার সর্বস্তরের জনসাধারণ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।