দীপ্র জয়, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ এর উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজিত এই ইফতার মাহফিলে ক্রিয়াশীল নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান।
আরও উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম সভাপতি এবং সদস্য সচিব নাজমুল হাসান, উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কগন এবং সদস্যরা।
কবি নজরুল কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ ও এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল শুভ এবং ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।