সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস পরিচালিত “আস্থা” প্রকল্পের আওতায় যুব নেতৃত্ব বিকাশ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ইয়ুথ গ্রুপ সদস্যদের নিয়ে এক রিপ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০টায় বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করে আশিকা।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিক প্ল্যাটফর্ম-এর জেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, প্রকল্পের জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমা, মনিটরিং অফিসার রত্নজ্যোতি চাকমা, ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা (আকাশ) সহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো যুব সমাজকে নেতৃত্বগুণে সমৃদ্ধ করে একটি সংবেদনশীল, সহনশীল ও সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক সমাজ গড়ে তোলা।