Staff Reporter:
ফরিদপুরের সদরপুর প্রসক্লাবের নবগঠিত পকেট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন সদরপুর প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এবং সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সদরপুর প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে বিশেষ এক সভায় এই কমিটি বিলুপ্ত হয়।
জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) সদরপুর প্রেসক্লাবে হঠাৎ করে এক সভা ডেকে সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে বহাল রেখে পূর্বের পকেট কমিটি ঘোষণা দেয়া হয়েছিলো। পরে এই প্রশ্নবৃদ্ধ কমিটি নিয়ে দ্বিমত পোষণ করেন ক্লাবের অবহেলিত সদস্যরা। এ বিষয়ে গত রবিবার (২৭ এপ্রিল) সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ওই ক্লাবের সাবেক সহ-সভাপতি সাইদুল রহমান লাবলু এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা। এই অভিযোগ পত্র হাতে পেয়ে জরুরী ভাবে এক সভা ডেকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা। আলোচনা শেষে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করেন তিনি। এই নির্বাচন কমিশনের সদস্য হিসাবে রয়েছেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, কৃষি অফিসার নিটুল রায় এবং সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ।
সদরপুর প্রেসক্লাবের এই পকেট কমিটি বিলুপ্ত হওয়ার খবর শুনে আনন্দ প্রকাশ করে অবহেলিত সদস্যরা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীর্ঘদিন পর সদরপুর প্রেসক্লাবের সিন্ডিকেট ভাংতে সক্ষম হয়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে সদরপুর প্রেসক্লাবে নতুন কমিটি গঠন হবে।
Tanvir Tuhin