মো: মনির উজ্জামান ,ভাণ্ডারিয়া, (পিরোজপুর৷)প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ-এর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়ন শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
৫ জুলাই ২০২৫ তারিখে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই রদবদল আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এতে সৈয়দ মহিউদ্দিন সাগর-কে নদমূলা ইউনিয়ন শাখার নতুন সভাপতি এবং তৌহিদ আহমেদ-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
সংগঠনের সহ-পরিচালক জুবায়ের হোসেন হৃদয় বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং মানবিক সেবায় গতি আসবে। বিশেষ করে রক্তদানের মতো মহৎ উদ্যোগে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ আরও বিস্তৃত হবে।
উল্লেখ্য, মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করুন রক্তদান-এ স্লোগানকে ধারণ করে সংগঠনটি ২০২০ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে চলেছে