উৎফল বড়ুয়া, বোয়ালখালী (চট্টগ্রাম):
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট-এর উদ্যোগে এবং এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমডন্ডী ফুলতল এলাকায় দিনব্যাপী এক বিশাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চক্ষু, মেডিসিন, স্ত্রীরোগ, চর্মরোগ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন.
অনুষ্ঠানে উদ্বোধন করেন এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মো. ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, ও কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ.
ক্লাবের প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল ও সেক্রেটারি Lion Ujjwal Kanti Barua-সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সার্বিক আয়োজনে সহযোগিতা করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রধান অতিথি লায়ন কোহিনূর কামাল বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের মানবিক কাজে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া উচিত।” তিনি এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে এই মহৎ উদ্যোগে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।