মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব।
বুধবার ( ২৬ মার্চ ) সকালে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস, মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউনুছ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, সদস্য সোহেল ইসলাম।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।