Muhammad Abul Bashar:
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলার বাস্তবায়নে ‘আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ-২০২৫’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মুফিদুল আলম।১২-এপ্রিল শনিবার জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক বাজেটিং ও আর্থিক ব্যবস্থাপনা। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সঠিক বাজেট পরিকল্পনা ও যথার্থ আর্থিক ব্যবস্থাপনা সকল কাজের সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর পাশাপাশি সকল কাজে তিনি লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা মাফিক এ গুলোর প্রতি গুরুত্বারোপ করেন।এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম।এছাড়াও ময়মনসিংহ সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।