ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
মানবসেবায় নিবেদিত একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান বায়তুন্নূর ফাউন্ডেশন আবারও স্থাপন করেছে এক অনন্য দৃষ্টান্ত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা অসচ্ছল, ধর্মপ্রাণ মুসলিমদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের ব্যবস্থা করেছে এই ফাউন্ডেশন।
সামাজিক কল্যাণ ও ধর্মীয় মূল্যবোধের সম্মিলনে বাস্তবায়িত এই মহতী উদ্যোগ ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জীবনে একবার হলেও কাবা শরীফ জিয়ারত ও ওমরাহ পালনের স্বপ্ন দেখেন অনেক মুসলিম। কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে বহু মানুষ সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতেই বায়তুন্নূর ফাউন্ডেশনের এই অসাধারণ উদ্যোগ।
২০২৫ সালের ৩১ মার্চ, তৃতীয় বারের মতো দেশের বিভিন্ন স্থান থেকে আগত বায়তুন্নূর মসজিদে অবস্থানরত ১০ জন অংশগ্রহণকারীকে বাছাই করা হয়। বাছাইয়ের কাজ পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আজিজুল রহমান। ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের পাসপোর্ট, ভিসা, হজ্ব প্রশিক্ষণ, টিকিট, খাবার, গাইড ও অন্যান্য আনুষঙ্গিক খরচ সম্পূর্ণভাবে বহন করা হয়।
ওমরাহ শেষে অংশগ্রহণকারীদের অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে জানান,
“আমরা কোনোদিন ভাবিনি জীবনে কাবা শরীফ দেখতে পারব। বায়তুন্নূর ফাউন্ডেশন আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা আল্লাহর কাছে এই ফাউন্ডেশনের মঙ্গল কামনা করি।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. মাওলানা বশীরুজ্জামান দস্তগীর বলেন,
“আমরা বিশ্বাস করি, শুধু শিক্ষা, চিকিৎসা বা খাদ্য নয় – একজন মুসলমানের আত্মিক চাহিদাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের এই ওমরাহ কর্মসূচি সেই চেতনাকে বাস্তব রূপ দেওয়ার একটি প্রচেষ্টা। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষরাও অন্তত একবার আল্লাহর ঘরে গিয়ে ইবাদতের স্বাদ পান।”
তিনি আরও জানান, এই কর্মসূচিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখা হবে এবং আগামী বছর আরও বড় পরিসরে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বায়তুন্নূর ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, এতিম সহায়তা এবং অন্যান্য মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এই ওমরাহ কর্মসূচি তাদের অন্যতম ধারাবাহিক দাতব্য উদ্যোগ।
এই মহতী উদ্যোগ অনেক হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিয়েছে। অনেকেই যারা কখনো স্বপ্নেও কাবা শরীফ যাওয়ার সুযোগ কল্পনা করতে পারেননি, তাদের কাছে এই ফ্রি ওমরাহ কার্যক্রম একটি অমূল্য আশীর্বাদ।
আরও তথ্য ও আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে আগ্রহীরা ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.baitunnoor.com.bd) ভিজিট করতে পারেন।