Md. Shafiqul Islam Shafiq, Staff Reporter:
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ৩১ দফা বাস্তবায়নে নবগঠিত স্কুল, মাদ্রসা,কলেজ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলাতায়ন কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক এস এম রেজাউল করিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এসময় প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে শিক্ষকদের জাতীয়করণ করা হবে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করতে সাহায্য করবেন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকসহ রাজনৈতিক ব্যক্তি বর্গ।