সিনিয়র প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাতজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো বাকিরা হলেন- গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন।
সালফান এফ রহমানকে গুলশান থানার দুই মামলা ও মিরপুর থানার এক মামলায়, আসাদুর রহমান কিরনকে উত্তরা পূর্ব থানার দুই মামলায় এবং আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে মিরপুর থানার এক মামলায় দেখানো হয়েছে।
এছাড়া মোক্তার হোসেন, শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজনকে কাফরুল ও নিউমার্কেট থানার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুইটি মামলার ভিতর সালমান এফ রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন ফারইষ্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটিডের চেয়ারম্যান ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বাদীকে অফিসে ডেকে নিয়ে আসামি সালমান এফ রহমানে তার কথা মতো বাদীর প্রতিষ্ঠান চালাতে চাপ প্রয়োগ করেন। কিন্তু বাদী নজরুল ইসলাম সালমান এফ রহমানের কথায় রাজি হননি।
এতে তাকে পুলিশ দিয়ে অপহরণ, গুম ও খুন করার হুমকি দেন। নিরাপত্তা চেয়ে বাদী নজরুল ইসলাম পুলিশের কাছে অভিযোগ করলে সালমান এফ রহমান আরো হিংস্র হয়ে যান।
পরবর্তীতে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর বাদী নজরুল ইসলামকে ডিবি দিয়ে বাসা থেকে তুলে আনা হয় সালমানের নির্দেশনায়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে চাপ দিয়ে সালমান এফ রহমানের নির্দেশে এবং অন্য আসামিদের যোগসাজসে বাদী নজরুল ইসলামের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানসমূহের বোর্ড ভেঙ্গে দিয়ে তড়িঘড়ি করে বোর্ড গঠন করা হয়।