Staff Correspondent:
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
২১ মে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিচারব্যবস্থার সংস্কারের পরিবর্তে সরকার এখন সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীদের ওপর দমন নীতি গ্রহণ করছে। চলতি বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের সভা-সমাবেশ ও প্রচার কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা এইচআরডব্লিউর মতে গুরুতর অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়।
সংস্থার এশিয়া উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “গুম প্রতিরোধে প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মানদণ্ডে উপযুক্ত নয়। এতে গুমের শিকার পরিবারদের ন্যায়বিচার পাওয়ার কাঠামো নেই।”
প্রতিবেদনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার সমালোচনাও করা হয়। এইচআরডব্লিউ’র মতে, এতে দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের কার্যক্রমে হস্তক্ষেপ হচ্ছে এবং কোটি মানুষের রাজনৈতিক অধিকার খর্ব হচ্ছে।
তবে সংস্থাটি আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচারের পক্ষে মত দিয়েছে। সেই সঙ্গে বলেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্রের পথে কোনো সঠিক পদক্ষেপ নয়।