আজ পবিত্র আশুরা—ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শোক ও আত্মত্যাগের দিন। ৬১ হিজরির এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। এ উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল, দোয়া-মাহফিল ও নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল ১০টায় পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়া থেকে মূল তাজিয়া মিছিল বের হয়। মিছিলে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ। সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, মিছিলটি সাজানো হয়েছে কালো ব্যানার, বেহেস্তা নিশান, পাঞ্জা আলম, দুলদুল ঘোড়া ও জারি তাজিয়া দিয়ে।
মিছিলের রুট
মিছিলটি হোসাইনী দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ২ নম্বর রোডের মাধ্যমে বিজিবি ৪ নম্বর গেট হয়ে ঝিগাতলা বাসস্ট্যান্ড ঘুরে ধানমন্ডি লেক এলাকায় অবস্থিত অস্থায়ী কারবালায় গিয়ে দুপুর আড়াইটায় শেষ হওয়ার কথা রয়েছে।
ধর্মীয় কর্মসূচি
এর আগে শনিবার সন্ধ্যায় হোসাইনী দালানে আশুরার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর খুতবা পাঠ, বয়ান ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে প্রথম, শনিবার রাত ২টায় দ্বিতীয় মিছিল বের হয়।
এছাড়া অনেক মুসলমান আশুরার বিশেষ ফজিলতের আশায় আজ রোজা রেখেছেন।
শহরের অন্যান্য স্থানেও পালিত হচ্ছে আশুরা
পুরান ঢাকার বাইরেও মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্প, বড় কাটরা, বিবিকা রওজাসহ বিভিন্ন এলাকায় পবিত্র আশুরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে।