কাশ্মীর সীমান্ত ঘিরে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের দাবি, মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এই হামলার কথা স্বীকার করেছে ভারতের সরকার।
পাল্টা প্রতিক্রিয়ায় ভারত-শাসিত কাশ্মিরে পাকিস্তানি সেনারা সামরিক অভিযান চালায় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে অন্তত তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ করেছে ভারতীয় সেনা।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা “আনুপাতিকভাবে” জবাব দিচ্ছে পাকিস্তানের আগ্রাসনের। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং কয়েকজন ভারতীয় সেনাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভারত যদি আগ্রাসন বন্ধ করে তাহলে আলোচনায় বসতে পাকিস্তান প্রস্তুত। তবে শত্রুতাপূর্ণ আচরণ চললে পাকিস্তানও জবাব দিতে বাধ্য হবে।
এরইমধ্যে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর একাধিক ঘাঁটি ও ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এই সংঘাত নতুন করে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘাতে।