জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তিকে ঘিরে চলমান জটিলতা অবশেষে কিছুটা শান্ত হলো অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের হস্তক্ষেপে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এনবিআরের দুই ভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—যেভাবে গঠিত হয়েছে, সেটিই বহাল থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা দূর হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে ড. সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিভাজন যেভাবে হয়েছে, সেভাবেই থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং অর্থ মন্ত্রণালয় এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, এনবিআর এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
প্রসঙ্গত, গত ১২ মে রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআরকে দুটি ভাগে ভাগ করে ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে পৃথক দুটি বিভাগ গঠন করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা আপত্তি জানিয়ে আসছিলেন। তাদের দাবি, নতুন গঠনে তাদের ক্ষমতা খর্ব করা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষা করা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েকদিন ধরে কলম বিরতির মতো কর্মসূচি পালন করে আসছিলেন, যার ফলে প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
তবে উপদেষ্টাদের আশ্বাস এবং আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের ইঙ্গিত দিয়েছে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট মহল। এনবিআরের কাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক সংস্কারে স্বচ্ছতা এবং অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।