আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার (১০ মে) বিকালে সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান কিংবা আলোচ্য বিষয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন, গণজমায়েত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, কয়েকদিন ধরে রাজধানীর শাহবাগ, যমুনা, মিন্টো রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের একটাই দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।
আজ বিকেল ৩টায় শাহবাগে অনুষ্ঠিত গণজমায়েতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। ঠিক এমন সময়েই উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে।
চলমান পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নেয়, সেটির দিকেই এখন নজর সবার।