সংবাদ প্রতিবেদন:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) এবং গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকার গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এর আগে পৌর পার্ক এলাকায় বেলা দেড়টার দিকে সমাবেশের মঞ্চেও একটি হামলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান গোপালগঞ্জ জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন। এছাড়া রাত ৮টা থেকে পরবর্তী দিন বিকেল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে এনসিপির প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
উল্লেখ্য, এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে সারাদেশেই উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষের সময় ইউএনও’র গাড়ি বহরেও হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি এখনো থমথমে।