সিনিয়র প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব না দিলে বুধবার (২১ মে) সকাল ১০টার পর থেকে রাজধানী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে চলমান আন্দোলনে পাঁচটি কর্মচারী ইউনিয়নের নেতারাও একাত্মতা প্রকাশ করেছেন এবং নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।
বিক্ষোভের হাইলাইটস:
- গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে চলছে টানা অবস্থান।
- বর্জ্য অপসারণসহ ডিএসসিসির অধিকাংশ সেবা কার্যত বন্ধ।
- গুলিস্তান ও আশপাশের এলাকায় তীব্র যানজট।
- ইশরাকের ‘শালীন’ ভাষা ব্যবহারের অনুরোধ অমান্য করে পদত্যাগ দাবি চলছে উপদেষ্টাদের বিরুদ্ধে।
নগর ভবনে অচলাবস্থা
মঙ্গলবারও নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার মোড় পর্যন্ত শত শত আন্দোলনকারী অবস্থান নেন। ডিএসসিসির পক্ষ থেকে গরমে আন্দোলনকারীদের জন্য পানি ছিটানোর ব্যবস্থা করা হয়।
সকাল ১০টা থেকে রাস্তার ওপর বসে পড়েন ইশরাকের সমর্থকরা। মঞ্চে সংগীত পরিবেশনের মাধ্যমে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন কিছু সাংস্কৃতিক কর্মীও।
ইশরাকের শালীনতার আহ্বান
এক ফেসবুক পোস্টে ইশরাক হোসেন আন্দোলনকারীদের ‘শালীন ভাষা ও আচরণ’ বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন,
“আমরা প্রতিপক্ষের ভুল ধরিয়ে দিই, কিন্তু ভাষাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি।”
উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান
তবে আন্দোলনকারীরা ইশরাকের অনুরোধের তোয়াক্কা না করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। দুপুরে যুবদলের নেতা নয়নসহ অনেকে “দফা এক, দাবি এক— আসিফের পদত্যাগ” স্লোগান দেন।
আদালতের আদেশ আজ
ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট আজ (২১ মে) আদেশ দেবেন।
রিটের শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
বিএনপির অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন,
“সরকার গায়ের জোরে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না। চট্টগ্রামে শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কেন নয়?”
তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পেয়ে কম বয়সী আসিফ মাহমুদের কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।