Staff Correspondent:
মাইক্রোক্রেডিটকে এনজিওর সীমাবদ্ধতা থেকে বের করে ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনে মানুষের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “মাইক্রোক্রেডিট এখনো এনজিও পর্যায়ে রয়ে গেছে। এই অবস্থায় থেকে গেলে এটি কখনোই ব্যাংকিংয়ের মেজাজে পৌঁছাতে পারবে না। এজন্য এনজিও মডেল থেকে উত্তরণ ঘটিয়ে মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা আইন প্রয়োজন।”
শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. ইউনূস।
গ্রামীণ ব্যাংকের শুরুর দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমরা যখন গ্রামীণ ব্যাংক শুরু করি, তখন প্রশ্ন ওঠে— এটাকে কি আদৌ ব্যাংক বলা যাবে? আমি বলেছিলাম, ‘আমাদেরটাই আসল ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো।’ ব্যাংক শব্দের উৎপত্তি ট্রাস্ট বা বিশ্বাস থেকে— আমরা বিশ্বাসের ভিত্তিতে কাজ করি, জামানতের নয়।”
তিনি আরও বলেন, “আজকের দিনে যখন বড় বড় জামানতভিত্তিক ব্যাংকগুলো ধ্বংসের মুখে, তখন মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো টিকে আছে। কেউ টাকা নিয়ে পালায়নি। এটাই হচ্ছে প্রকৃত ব্যাংকিং। মানুষের পরিচয় ও বিশ্বাসের ভিত্তিতে আগামী দিনের ব্যাংক গড়ে উঠবে— টাকার ভিত্তিতে নয়।”
এ সময় ড. ইউনূস মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং মাইক্রোফাইন্যান্স খাতে দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।