অন্তর্বর্তী সরকারের নির্বাচন, সংস্কার ও বিচার—এই তিনটি প্রধান দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ শনিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, “অযৌক্তিক দাবি, ষড়যন্ত্র ও গুজবের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে তা জনসমর্থন নিয়ে মোকাবিলা করা হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “সরকার রাজনৈতিক দলের বক্তব্য শুনবে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে।”