কয়েক দশক ধরে বৈষম্য ও নির্যাতনের শিকার রোহিঙ্গারা আট বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এখন এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা মানবিক সহায়তার ক্ষেত্রে এক বিশাল চ্যালেঞ্জ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “রোহিঙ্গারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে চায়। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের প্রধান সমাধান।”
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে গুতেরেস এসব কথা বলেন। তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান এবং সেখানে রোহিঙ্গাদের জন্য পরিচালিত লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এই সংকট মোকাবিলায় এখন বিশ্বের সহায়তা অত্যন্ত জরুরি।”
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান জানাচ্ছে। তবে মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনা শাসনের কারণে এই প্রত্যাবাসন এখনো অনিশ্চিত।
জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকটের সমাধানে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।