“ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্বেগ, সরকারের প্রতি আহ্বান টাস্কফোর্স গঠনের”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে দেশের ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে কথা বলেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেছেন, পরিস্থিতি গুরুতর হওয়ায় সরকারকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করতে হবে, শুধু চিঠি-পত্র আদান-প্রদান এই সমস্যার সমাধান নয়।
আইসিসি বাংলাদেশের সভাপতি সোমবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি সরকারের প্রতি একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান, যার লক্ষ্য হবে এই দর-কষাকষির কাজকে সঠিকভাবে এগিয়ে নেওয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সহসভাপতি নাসের এজাজ বিজয়, পর্ষদ সদস্য কামরান টি রহমান, আবদুল হাই সরকার, ফজলুল হক, সিমিন হোসেন এবং ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদসহ আরও অনেক উদ্যোক্তা।