জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, “বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত দেশের সকল রাজনৈতিক দল আজ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে।”
শুক্রবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “বিএনপি আসবে, জুলাইয়ে ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।”
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শাহবাগ মোড় অবরোধ করা হয়। তাদের একদম সরাসরি দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি, বাংলামোটরগামী সব রাস্তা অচল হয়ে পড়ে।
সমাবেশ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এখন থেকে রাস্তা ব্লক করব। যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।”
উল্লেখ্য, এর আগের দিন রাতভর যমুনার সামনে অবস্থান করে আন্দোলনকারীরা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণে রোডম্যাপ ঘোষণার দাবি জানান।