চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ব্যারাক থেকে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। প্রায় ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন এবং ব্যারাকের নতুন ভবনের দ্বিতীয় তলায় একা একটি কক্ষে থাকতেন।
সহকর্মীরা জানান, সকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় তাকে খোঁজতে যান তারা। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, শামীম ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে পুলিশ এসে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, “শামীম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”
মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।