২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালত বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এ রায় দেন। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসের মেয়র পদের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইশরাক হোসেন মামলা করেন। এতে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করা হয়।
ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত তাদের পক্ষে রায় দিয়ে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও শেখ ফজলে নূর তাপস দক্ষিণে নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর তাদের মেয়র পদ বাতিল করা হয়।