গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। শুক্রবার (২১ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে পাটোয়ারী এ কথা জানান।
পাটোয়ারী তার পোস্টে বলেন, জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়।
২৪ এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে ৫ ই আগস্ট ক্যানটনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে। কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে।
বর্তমানে তারা (ক্যানটনমেন্টের ষড়যন্ত্রকারীরা) দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে ২৪ এর খুনি হাসিনা ও তার দল আওয়ামিলীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে।এমতাবস্থায় দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহবান——
আওয়ামী পুনর্বাসনের দেশ বিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান।
জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান। ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে শামিল হওয়ার আহবান।
আমরা গণতন্ত্র চাই। রক্তপাত চাইনা। আমাদের এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামীলীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও, আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন। পোস্টের শেষে তিনি লেখেন, সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ইনকিলাব জিন্দাবাদ।