ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করেছিল পুরোনো বাণিজ্যমেলার মাঠে, যা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে অবস্থিত। এই জামাতে উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি সেখানে নামাজ আদায় করেন।
নামাজে তার কাতারে দাঁড়ানোর একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দিনভর এ নিয়ে আলোচনা চলতে থাকে। ভিডিওতে দেখা যায়, তিনি ইমামের ঠিক পেছনে একটি আলাদা কাতারে দাঁড়িয়ে আছেন, যেখানে আর কাউকে দেখা যায়নি। এই কারণেই বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।
ঈদের জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা, আর বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী। নামাজের আগে ইমাম মাইকে ঘোষণা দেন, বিকল্প ইমামের পাশাপাশি ইমামের বাম পাশে আরেকজনকে দাঁড়ানোর অনুরোধ করা হয়। জায়গার সংকটের কারণে উপস্থিত ব্যক্তিদের পরামর্শে উপদেষ্টা আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান।
বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী এ প্রসঙ্গে জানান, “ইমামের সঙ্গে বিকল্প ইমাম থাকেন, তবে এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থেকে যায়। পিছনে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রশাসনের পরামর্শে উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করা হয়, এবং তিনি সম্মতি জানান।”
এই ঘটনা নিয়ে নানা আলোচনা হলেও ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, আসিফ মাহমুদ শুরুতে সাধারণ মুসল্লিদের সঙ্গেই ছিলেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তাকে সামনে আনা হয়।