জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাড়া প্রায় সব রাজনৈতিক দল বর্তমানে শাহবাগের আন্দোলনে অংশ নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি এই আন্দোলনে যোগ দিলে জুলাইয়ের গণঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।”
এর আগে, একাধিক পোস্টে সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের সর্বস্তরের মানুষ এখন একত্রিত। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”