ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানিয়েছেন কবি সংসদ বাংলাদেশ স্থায়ী কমিটির চেয়ারম্যান কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। ২২ মার্চ ২০২৫ শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঈদের কবিতা উৎসব ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন,’ন্যায়বিচার নিশ্চিত হলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধ করা সম্ভব হবে। দেশের শিক্ষাব্যবস্থার বৈশ্বিক মান শূণ্যের কোঠায়। এখনো আমাদের ইতিহাস নিয়ে বিতর্ক বিভ্রান্তি চলছে। এমন নৈরাজ্যকর অবস্থা চলতে দেয়া যায় না।’
অনুষ্ঠান উদ্বোধন করেন নিউইয়র্ক প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি ও সাংবাদিক এবিএম সালেউদ্দিন। কবি সংসদ বাংলাদেশ এর নির্বাহী কমিটির সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক। কবিকন্ঠে কবিতা পাঠ করেন অধ্যাপক নুরুল আমিন চৌধুরী,শিশু সাহিত্যিক মালিক মাহমুদ,জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না, কবি মৌসুমি মৌ,কবি বাপ্পি সাহা, মোহাম্মদ নাজমুল হাসান মিলন, কবি কাব্য কবির, কবি রলি আকতার, কবি সুবর্ণা দাস, কণ্ঠশিল্পী নিতুল ইয়াসমিন, কবি জেবিন জালালি কলি, জাগ্রত মাইনুদ্দিন, কবি নিত্যানন্দ বিশ্বাস, কবি জিনিয়া ঐশ্বর্য, কবি কনক বিশ্বাস, কণ্ঠশিল্পী মাহীন সারোয়ার, অভিনেত্রী জাফরিন সাজ,কবি হাসিনা মমতাজ, প্রমূখ।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী আরো বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে। শিক্ষাব্যবস্থা, বিচারব্যবস্থা সংস্কার ও ইতিহাস কমিশন করে সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে সমাজের বেশীরভাগ যন্ত্রণা কমে যাবে। আর বাকি যন্ত্রণা সবাই মিলে দূর করা সম্ভব হবে।’
‘বই পড়ি জীবন গড়ি’ স্লোগান ধারণ করে কবি সংসদ বাংলাদেশ পাঠাগারের যাত্রা শুরু হয়। এ অনুষ্ঠানে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী কবিকন্ঠে কবিতা পাঠের জন্য সম্মানী ভাতা চালু করেন।