Staff Correspondent:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক আকাশে এখন কালো মেঘ জমেছে, তবে এই অন্ধকার বেশিদিন থাকবে না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য একদিন ঠিকই উদিত হবে।
শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফেনী যাওয়ার পথে তিনি দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর, পদুয়া বাজার ও চৌদ্দগ্রামেও পথসভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, “যে যুবকরা রক্ত দিয়ে দেশকে আমাদের হাতে আমানত করে গেছে, তাদের সেই রক্তের সঙ্গে আমরা কোনো বেঈমানি হতে দেব না। আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “পুরাতন হোক বা নতুন—কোনো ফ্যাসিবাদকেই মেনে নেওয়া যাবে না। আগামীর লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “রাজনীতির নামে এখন অনেক অপকর্ম হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে সাবধান করে দিতে চাই—নিজেদের সংশোধন করুন, না হলে জনগণই আপনাদের সামলাবে।”
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনে দলের মনোনীত প্রার্থী সফিকুল আলম হেলাল ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।