বাংলাদেশে জাতীয় নির্বাচন যেন আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হয়—এমন প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন নিয়ে তারা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির দিকেও নিবিড়ভাবে নজর রাখছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, “আমরা চাই আগামী রমজানের আগে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক।”
এ সময় তিনি আরও বলেন, “আমরা আশা করি, আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ ও অপরাধ রয়েছে, তার সুষ্ঠু বিচার হবে এবং সেই বিচারিক প্রক্রিয়া জনগণের সামনে পরিষ্কারভাবে উঠে আসবে।”
বৈঠকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনকালীন সরকার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াত নেতারা।
শফিকুর রহমান জানান, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া নির্বাচনের সময়সূচি ও প্রতিশ্রুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এর বাস্তবায়ন দেখতে চান।